Posts

Showing posts from June, 2016

বাংলা ভাষাবিদ্যা চর্চার আড়াই শতক

Image
(বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের "ভাষা আকাদেমি' প্রকাশিত "আকাদেমি পত্রিকা -২০১৬' তথা 'ভাষা ও সংস্কৃতি বরাক উপত্যকা' সংখ্যাতে প্রকাশিত হলো। ১৯-০৬-২০১৬) য দিও বা বাংলা - অসমিয়া ভাষার বয়স হাজার বছর অতিক্রম করেছে প্রাক - ঔপনিবেশিক কালে বাংলা ভাষাতে ব্যাকরণ - অভিধান রচনার কোনও নজির নেই। ভাষা নিয়ে যত টীকা - ভাষ্য কিম্বা বিতর্ক সবই হচ্ছে সংস্কৃতে। বাংলাতে লিখলে ‘ প্রসাদ গুণ ’ থাকে , রচনা ‘ রসাল ’ ও হয় — তবু আমরা জানি রাজসভার কবি বলে অভিজাতদের ভয়ে ভারত চন্দ্রকেও কৈফিয়ত দিতে হচ্ছে কেন তিনি ব্যবহার করবেন , ‘ ভাষা যাবনী মিশাল। ’ কারণ একটি শাস্ত্র নির্দেশ ছিল , “ অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ। / ভাষায় মানব শ্রুত্বা রৌরব নরকং ব্রজেৎ। ” একই কথা ইসলামী শাস্ত্রজ্ঞদের সম্পর্কেও। পৃথিবীর বহু দে শে ইসলামের শুরু থেকেই কোরানের অনুবাদ হয়ে গেলেও ভারতীয় কো নো ভাষাতে প্রথম কোরান অনুবাদ হয়েছিল মাত্র আঠারো শতকে। করেছিলেন শাহ ওয়ালি - উল্লাহের পুত্র আব্দুল কাদির উর্দুতে। বাংলাতে কোরান - হাদিসের ভাবানুবাদ জাতীয় কাজ করতে গিয়েও কবিদের কৈফিয়ত দিতে হচ্ছে