Posts

Showing posts from April, 2010

।। যারা বানান ভুল করে তাদের পক্ষে দু’এক কলম ।।

Image
( প্রবন্ধটি লিখতে গিয়ে  সংসদ প্রকাশিত রমেন ভট্টাচার্যের 'বাংলা বানান নিয়ম ও অনিয়ম' থেকে কিছুটা সাহায্য নিয়েছি। লিখেছিলাম বছর দুই আগে আমাদের কলেজের বাংলা বিভাগীয় পত্রিকা 'আশা'র জন্যে। সেটিকেই একটু সম্পাদনা ও সংযোজন করে এখানে তুলে দিলাম) বানান আমরা প্রায় সবাই কখনো না কখনো ভুল করি । আমরা বাক্যের গঠনেও ভুল করি । ক্রিয়া – সর্বনামের, সাধু-চলিতের ব্যবহারে আমাদের ভুল কখনো বা রীতিমতো কৌতুক নক্সার বিষয় হতে পারে । সে ঐ পর্যন্তই । সচরাচর তা নিয়ে কেউ বিশেষ চোখ রাঙায় না । কিন্তু বানান ভুল? কিছু স্ব-ঘোষিত মাস্টার মশাই সারাক্ষণ বেত হাতে দাঁড়িয়ে থাকেন, যেন ভুল করলেই বলবেন---দেখি , হাত তোল! মাতৃভাষা পালটে ফেলেও রক্ষে নেই । সব ভাষারই ঘোষিত মাস্টার মশাইরা ’ খুব রাগ করেন, এ নিয়ে আমি দীর্ঘদিন ভাববার চেষ্টা করেছি । এ রীতিমত গবেষণার বিষয়  হতে পারে । সে গবেষণা করিনি, তবে মনে হয়েছে — বাক্য ভুল নিয়ে হৈচৈ করবার জন্যে যে পরিমাণ ‘ মাস্টার-ডিগ্রি ’ র দরকার  আমাদের বেশিরভাগেরই সে পরিমাণ নেই । সে যাক, আমরাও খুব জ্ঞানী গুণী নই, তাই আপাতত বানান নিয়েই বলব । উদ্দেশ্য , বেত-হাতে কড়া মাস্টার মশা